হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের বাকি আর মাত্র ২০ দিন। বিশ্বমঞ্চে নামার আগে প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম চারটি জিতে স্বস্তিতে স্বাগতিকরা। এবার লক্ষ্য সফরকারীদের হোয়াইটওয়াশ করে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া। সেই লক্ষ্যে আগে ব্যাটিংয়ে নাজমুল শান্তর দল।
আজ রোববার (১২ মে) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।
সাধারণ দুপুরে কিংবা সন্ধ্যায় টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। শেষ কবে সকালে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, তা জানতে ইতিহাস ঘাটতে হবে। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটার ও ক্রিকেটভক্ত-সমর্থক এবং অনুরাগীদের এক নতুন অভিজ্ঞতা হবে এই ম্যাচ। কেননা সকাল বেলা রঙ্গিন পোশাকে টি-টোয়েন্টি ম্যাচ দেখবেন তারা। মূলত বিশ্বকাপের সময়সূচির সঙ্গে খাপ খাওয়াতেই এমন উদ্যোগ বিসিবির।
জয়-পরাজয় ছাপিয়ে বাংলাদেশের মূল লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি। যেমনটা—সিরিজ শুরুর আগে থেকেই জানিয়ে আসছেন ক্রিকেটাররা। যদিও সেই হিসেবে মাঠে প্রতিফলন হয়নি। বিশ্বকাপের আগে এখনও বাংলাদেশের মাথাব্যথার কারণ ব্যাটিং। শুরুর তিন ম্যাচে ডুবিয়েছেন টপ অর্ডাররা। আরও স্পষ্ট করলে ওপেনিং জুটি। চতুর্থ ম্যাচে ওপেনিং জুটি আশার আলো দেখালেও সেই ঘুরেফিরে ব্যর্থ বাকিরা। তাই এই ম্যাচে দল হিসেবে জ্বলে উঠতে চান শান্ত-সাকিবরা।