বিশ্বকাপের আগে তারকা ক্রিকেটারকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
আর দিন পাঁচেকের অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই আসরকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহনকারী দলগুলো। তবে, বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড়সড় ধাক্কা খেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
গতকাল রোববার (২৬ মে) এক বিবৃতির মাধ্যমে চোটের কারণে তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। মূলত কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার সময় চোটে পড়েন এই অলরাউন্ডার। সুস্থ হতে অনেকটা সময় প্রয়োজন বলে তাকে আর বিশ্বকাপ দলে রাখা হয়নি।
হোল্ডারের স্থলাভিষিক্ত করা হয়েছে ওবেড ম্যাককয়কে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের নেপাল সফরে শীর্ষ উইকেটশিকারি ছিলেন এই পেসার। বাঁহাতি বোলার পাঁচ ম্যাচে নেন ৮ উইকেট। বেশকিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থাকায় তাকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
হোল্ডারের চোট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনেস বলেন, ‘তার অনুপস্থিতি দলে শূণ্যতা তৈরি করবে। ম্যাককয়ের জন্য সুযোগ বড় টুর্নামেন্টে নিজেকে প্রমান করার। আশা করি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন হোল্ডার। বিশ্বকাপের পর বেশকিছু সিরিজ আছে, তাকে আমাদের প্রয়োজন।’
ক্যারিবীয়দের চূড়ান্ত দলের সঙ্গে পাঁচ জনকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। কাইল মায়ার্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়ান অ্যালেন, হেইডেন ওয়ালশ ও আন্দ্রে ফ্লেচারকে বিকল্প হিসেবে রাখা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড : রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, শাই হোপ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, ওবেড ম্যাককয়, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শারফেন রাদারফোর্ড।