প্রথমার্ধে নিজেদের জালে বল পাঠিয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখল বাংলাদেশ
মেলবোর্নে প্রথম দেখায় সাত গোল খাওয়ার ক্ষত এখনও দগদগে। ঘরের মাঠে জয়-পরাজয়ের চেয়েও তাই প্রাধান্য পেয়েছিল আগের হারের ব্যবধান কমানো। প্রথমার্ধে সেই লক্ষ্যে মোটামুটি সফলই বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে এই অর্ধে গোল করতে দেয়নি একটিও। তবে, নিজেদের জালে নিজেরা বল পাঠিয়ে এগিয়ে দিয়েছে সফরকারীদের। মেহেদী হাসানের আত্মঘাতী গোলে প্রথমার্ধ শেষে পিছিয়ে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (৬ জুন) ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি লেগের প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলের দাপটে ছিল অস্ট্রেলিয়া। ফিফা র্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দলের বিপক্ষে জাল বাঁচাতে মরিয়া ছিল বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম আক্রমণে যায় অসিরা। কিন্তু বাংলাদেশ গোলকিপার মিতুল মার্মা সেই যাত্রায় রক্ষা করেন বাংলাদেশকে।
এর পাঁচ মিনিট পর উল্লেখযোগ্য সুযোগ পায় বাংলাদেশ। সতীর্থদের বাড়ানো পাস ধরে প্রতিপক্ষের ডি বক্সের দিকে বল নিয়ে ছুটে যান রাকিব হোসেন। কিন্তু অস্ট্রেলিয়ার ডি বক্সের কাছে তালাগোল পাকান এই ফরোয়ার্ড। অসি গোল কিপারকে একা পেয়েও পারলেন না সুযোগ কাজে লাগাতে।
এরপর একের পর এক অস্ট্রেলিয়ার আক্রমণ। বাংলাদেশও লড়াই ছিল সমানে সমান। এর মধ্যে ২৯তম মিনিটে আত্মঘাতী গোলে কপাল পুড়ে বাংলাদেশের। ডি বক্সের ডান দিক থেকে লম্বা শট নেন অসি মিডফিল্ডার রাস্টিক। কিন্তু তার শট বার ছোঁয়ার ব্যবস্থা করে দিলেন বাংলাদেশি ডিফেন্ডার মেহেদি হাসান। বাংলাদেশি ফুটবলারের পায়ে লেগেই বল চলে যায় স্বাগতিকদের জালে। আর অস্ট্রেলিয়ার পেয়ে যায় ১-০ ব্যবধানের লিড।
পিছিয়ে যাওয়ার চাপ সামলে প্রথমার্ধে আর সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৩২তম মিনিটে রাকিব হোসেন প্রতিপক্ষের পোস্টের কাছে গিয়েও পারেননি লক্ষ্যভেদ করতে। পাল্টা আক্রমণে যায় অস্ট্রেলিয়া। কিন্তু মিতুল মার্মার দৃঢ়তায় বেঁচে যায় হাভিয়ের কাবরেরার দল।
এর আগে মেলবোর্নে প্রথম লেগে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই ক্ষততে প্রলেপ দিতেই মরিয়া জামাল ভুঁইয়ার দল।