মেসির পর আর্জেন্টিনা শিবিরে আবারও দুঃসংবাদ
চিলির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। ডান পায়ের মাংসপেশির পুরোনো চোট ফিরে আসে তার। যে কারণে পেরুর সঙ্গে কোপা আমেরিকার পরবর্তী ম্যাচে খেলবেন না মেসি। এর সঙ্গে আরও একটি দুঃসংবাদ যুক্ত হয়েছে আর্জেন্টিনা শিবিরের জন্য।
আগামীকাল রোববার (৩০ জুন) পেরুর সঙ্গে ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নিষিদ্ধ করা হয়েছে তাকে। পাশাপাশি ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এমনটিই জানা গেছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
জানা গেছে, কোপা আমেরিকায় গ্রুপ পর্বের দুই ম্যাচের প্রথমার্ধের বিরতি শেষে ডাগআউটে ফিরতে দেরি করেছেন স্কালোনি। এতে ভঙ্গ হয়েছে কনমেবল অঞ্চলের নিয়মের ধারা ১০৪ ও ১৪৫। ফলে এক ম্যাচ নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়েছে আলবিসেলেস্তে কোচ স্কালোনিকে।
এদিকে, কোপায় ‘এ’ গ্রুপে দুই ম্যাচে কানাডা ও চিলিকে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পা রেখেছে পরের পর্বে। তাই মেসিকে খেলিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না দলটি। তবু, একই ম্যাচে মেসি ও কোচ দুজনের কেউই না থাকা দলের জন্য কিছুটা হলেও চিন্তার।