তানজিম সাকিবের সঙ্গে প্রতিযোগিতা, যা বললেন সাইফউদ্দিন
বিশ্বকাপ মিশন শেষে চলছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। ক্যাম্পে অংশ নিতে আজ রোববার (৭ জুলাই) মিরপুরে আসেন মোহাম্মদ সাইফউদ্দিন। ঘাম ঝরান মাঠে। নিজেকে ফিরে পাওয়ার লড়াইটা স্পষ্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার কথা ছিল তার। শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে সুযোগ হয়নি। তার পরিবর্তে দলে জায়গা হয় তানজিম হাসান সাকিবের।
মিরপুরে অনুশীলনের পর গণমাধ্যমের মুখোমুখি হন সাইফউদ্দিন। সেখানে সাকিবের সঙ্গে তার প্রতিযোগিতা প্রসঙ্গে কথা বলেন তিনি। জানান, প্রতিযোগিতার তো শেষ নেই। সবারই ভালো দিন আসবে।
সাইফউদ্দিন বলেন, ‘প্রতিযোগিতার তো শেষ নেই। ভালোরও শেষ নেই। আমি তানজিম সাকিবকে বাহবা দেব। সে ভালো খেলেছে। আবাহনীতে আমরা একসঙ্গে খেলেছি। ক্রিকেটারদের বেলায় এটা স্বাভাবিক। কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে। তার দিনে সে ভালো, আমার যখন সময় আসবে আমিও ভালো খেলব।’
এছাড়া বিশ্বজয়ের স্বপ্নের কথা জানিয়ে সাইফউদ্দিন আরও বলেন— ‘বিশ্বকাপ জয়ের পর ভারত অনেক সেলিব্রেশন করছে, সেসব দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। মাঝেমধ্যে অনুভব করি, আমরাও কবে চ্যাম্পিয়ন হব। দেশের মানুষের সঙ্গে এভাবে উদযাপন করব। এসব চিন্তা করি, স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে তো দোষের কিছু নেই।’