ডি মারিয়ার জন্য ফাইনালে উঠতে চেয়েছেন মেসি
কানাডাকে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। গত ১০ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে কানাডাকে ২-০ গোলে হারায় মেসি-ডি মারিয়ারা। তাদের সামনে এখন কোপা-বিশ্বকাপ-কোপার ঐতিহাসিক ট্রেবল জয়ের হাতছানি।
একদিকে যখন আনন্দ, তখন আর্জেন্টিনা শিবিরে বিদায়ের সুরও বাজছে। কলম্বিয়ার বিপক্ষে আগামী ১৫ জুনের ফাইনালের পর ফুটবলকে বিদায় জানাবেন অ্যাঞ্জেল ডি মারিয়া। গত কয়েক বছরে আকাশী-নীল জার্সিতে অপরিহার্য হয়ে ওঠেন তিনি। আর্জেন্টিনার শেষ তিনটি ফাইনালেই গোল করা একমাত্র ফুটবলার ডি মারিয়া।
এমন একজনের শেষটা শিরোপা দিয়ে রাঙাতে চান মেসিরা। তার আগে নিশ্চিত করতে হবে ফাইনাল। কানাডা ম্যাচের আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে মেসি বলেছিলেন, ‘ফিদেওর (ডি মারিয়ার ডাকনামের একটি) জন্য আমাদের ফাইনালে উঠতে হবে।’ কানাডা ম্যাচ শেষে মিক্সড জোনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটিই জানান ডি মারিয়া। সেই ভিডিও প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম টিজে স্পোর্টস।
টিজে স্পোর্টসের প্রকাশিত ভিডিওতে ডি মারিয়া বলেন, ‘আমরা মাঠে নামার আগে ড্রেসিংরুমে শেষ মুহূর্তের পরিকল্পনা হচ্ছিল। তখন মেসি বলে ওঠে, আমাদের ফাইনালে উঠতেই হবে। এই ফাইনালটা হবে ফিদেওর জন্য। সবাই নিজেদের সেরাটা দিয়ে খেলব।’
গত বছর নভেম্বরেই ডি মারিয়া জানিয়েছিলেন, এবারের কোপা আমেরিকার পর ফুটবলকে বিদায় জানাবেন তিনি। তুলে রাখবেন নিজের বুটজোড়া। ৩৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার কানাডা ম্যাচের পর অশ্রুসজল হয়ে পড়েন।