ফাইনালে ভক্তদের সেরাটা দেওয়ার কথা জানালেন এমি
সময়ের সেরা গোলরক্ষক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষত, পেনাল্টি বাঁচানোয় তার ধারেকাছে নেই এই সময়ের কেউ। চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেই যেমন মেসির পেনাল্টি মিসের পরও আর্জেন্টিনা সেমিতে ওঠে এমির দুর্দান্ত পারফরম্যান্সের কল্যাণে।
কোপা-বিশ্বকাপ-কোপা, ঐতিহাসিক ট্রেবল জয়ের সুযাগ আর্জেন্টিনার সামনে। কোপার ফাইনালে আগামীকাল সোমবার (১৫ জুলাই) কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনালে মেসি-ডি মারিয়াদের ওপর যতটা নজর থাকবে, ততটাই থাকেবে এমির ওপর। আলবিসেলেস্তেদের লাস্ট ম্যান স্ট্যান্ড তো এমিই।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে আজ নিজের অনুভূতি ব্যক্ত করেন এমি। জানান, প্রথমবার কোপার ফাইনালে (২০২১) ওঠার মতোই মনে হচ্ছে। একই রকম অনুভূতি। ভক্তদের উপহার দিতে চান আরও একটি শিরোপা। যার জন্য প্রস্তুত তিনি।
এমি বলেন, ‘ফাইনাল নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। প্রথম কোপার (২০২১) ফাইনালের মতোই মনে হচ্ছে। এবার অবশ্য, ভক্তরা আমাকে খুব উদ্দীপ্ত করেছে। তাদের জন্য এই ফাইনাল। আমি খুব ভাগ্যবান চমৎকার সব সতীর্থ পেয়েছি, দারুণ একটা কোচিং প্যানেল আছে আমাদের। ম্যাচ ৯০ মিনিটে শেষ হোক কিংবা ১২০ মিনিটে গড়াক, আমার এনার্জি একই থাকবে। নিজেদের সেরাটা দিয়েই কাজটা সম্পন্ন করব আমরা।’
একটা সময় অখ্যাতই ছিলেন। কিন্তু, নিজ পারফরম্যান্সে এখন বনে গেছেন তারকা। তারচেয়ে বেশি আর্জেন্টাইনদের ভরসার প্রতীক তিনি। ভক্তদের সঙ্গে তাই আরেকটি শিরোপা উদযাপনে যেন তর সইছে না এমি মার্টিনেজের।