যেভাবে ফাইনালের জন্য দলকে প্রস্তুত করেছেন স্কালোনি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/14/scaloni-afp.jpg)
আরও একটি ফাইনালে আর্জেন্টিনা। দলটির বর্তমান পারফরম্যান্স অবাক করার মতো কিছু নয়। লিওনেল স্কালোনির কোচিংয়ে বদলে যাওয়া এক আর্জেন্টিনাকে দেখছে সবাই। কোপা-বিশ্বকাপ-কোপা, ঐতিহাসিক ট্রেবল জয়ের সুযাগ তাদের সামনে। কোপার ফাইনালে আগামীকাল সোমবার (১৫ জুলাই) কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন আলবিসেলেস্তে কোচ স্কালোনি। তিনি জানান, তার দল প্রস্তুত। তারা আরও ছয়-সাত মাস আগে থেকেই এই দিনটি (ফাইনাল) সম্পর্কে জানতেন। এ সময় দলকে প্রশংসায় ভাসান তিনি।
স্কালোনি বলেন, ‘আমরা আরও ছয়-সাত মাস আগে থেকেই জানতাম আজকের অবস্থানে আসব। আত্মবিশ্বাস ছিল সবার মধ্যে। আমাদের ফুটবলাররা প্রতিপক্ষকে ভালোভাবে বিশ্লেষণ করে মাঠে নামে। এটি তাদের ডিএনএ-তে মিশে গেছে। জয়ের ক্ষুধা একই আছে। আমাদের খেলার ধরণ বদলাবে না। তবে, ফাইনাল সবসময়ই বিশেষ কিছু।’
স্কালোনির অধীনে এই আর্জেন্টিনাকে অপ্রতিরোধ্যই বলা চলে। শেষ তিন বছরে তিনটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন মেসি-মার্টিনেজরা। তারকায় ঠাসা দলটাকে ঠান্ডা মাথায় সামলেছেন স্কালোনি। ২৮ বছরের শিরোপাখরা কাটিয়ে ২০২১ সালে জেতান কোপা আমেরিকা। তার কোচিংয়েই কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ঘোচায় ৩৬ বছর ধরে বিশ্বকাপ না পাওয়ার হাহাকার। এবার স্কালোনির সামনে আরও একটি ফাইনাল।