দর্শকদের বিশৃঙ্খলায় দেড় ঘণ্টা পর শুরু কোপার ফাইনাল
আর্জেন্টিনা ও কলম্বিয়ার শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়। তবে, অতি উৎসাহী দর্শকরা নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ফাইনাল। তিন দফায় পিছিয়ে অবশেষে সকাল ৭টা ২০ মিনিটে শুরু হয় খেলা।
ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরুর পূর্ব নির্ধারিত সময়ের ২২ মিনিট আগে সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক বার্তা দেয় লাতিন আমেরিকার ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল।
এর আগে, দর্শকদের দেওয়া চাপে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের একটি গেটের নিয়ন্ত্রণ ভেঙে যায়। তাতে অনেক কলম্বিয়ান দর্শক হুড়মুড় করে মাঠে ঢুকে পড়ে। পরিস্থিতি বেসামাল হলে বন্ধ করে দেওয়া হয় গেট। টিকিটধারী দর্শকদের বেছে বেছে ঢোকাতে গিয়ে দেরি হয়।
আগেই আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল যারা ফাইনালের টিকিট পাননি তারা যেন মাঠে না আসেন। কিন্তু স্টেডিয়ামের বাইরে টিকিটবিহীন দর্শকদের সংখ্যাও অনেক। টিকিটধারী ও টিকিটবিহীন দর্শকদের উপচে পড়া ভীড় সামাল দিতে হিমশিম খান নিরাপত্তারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।