কেন ডি মারিয়া ও ওতামেন্দিকে সঙ্গে নিয়ে ট্রফি নিলেন মেসি?
আর্জেন্টিনা আবারও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন। ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কেবল কোপাই নয়, নিশ্চিত করল ঐতিহাসিক এক ট্রেবল। কোপা-বিশ্বকাপ-কোপা। লাতিন আমেরিকার আর কোনো দেশের নেই এমন অর্জন। লাতিন শ্রেষ্ঠত্বের শিরোপা জেতার পর আজ সোমবার (১৫ জুলাই) লিওনেল মেসি মঞ্চে উঠলেন ট্রফি নিতে।
ট্রফি নিতে এসে হঠাৎই দাঁড়িয়ে পড়লেন তিনি। এরপর এমন এক কাণ্ড করলেন, যাতে মেসির প্রতি শ্রদ্ধা বাড়তে বাধ্য। নেতা হিসেবে পুরো দলকে দারুণ উজ্জীবিত করেন সবসময়। শেষ বেলায় সতীর্থদের দিলেন আলাদা সম্মান। মঞ্চে ডাকলেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিকে।
যে কোনো শিরোপা জেতার পর সেটি গ্রহণ করেন মূলত অধিনায়করা। মেসিও উঠেছিলেন কোপার ট্রফি নিতে। ডি মারিয়া ও ওতামেন্দিকে ডাকার পেছনে কারণ, ম্যাচে তারাও অধিনায়ত্ব করেছিলেন। চোট পেয়ে মাঠ ছাড়ার পর আর্জেন্টিনা দলের দায়িত্ব থাকে ডি মারিয়ার ওপর। আর ম্যাচের ১১৬ মিনিটে শেষবার যখন মাঠ ছাড়েন মারিয়া, তখন তার বদলি হিসেবে নামা ওতামেন্দিকে বুঝিয়ে দেন দায়িত্ব।
ঠিক সেই কারণেই দুই সতীর্থকে সঙ্গে নিয়ে ট্রফি নিলেন মেসি। সত্যিকারের নেতারা বোধহয় এমনই হয়। গত কয়েক বছরে অপ্রতিরোধ্য আর্জেন্টিনার সর্বশেষ ট্রফিটাকে টেনে নিয়ে এলেন তিনজন মিলে। যেভাবে দলটাকে বছরের পর বছর টেনেছেন তারা।