এমবাপ্পেকে বরণে প্রস্তুত রিয়াল, জার্সি কেনার হিড়িক সমর্থকদের
আর ঘণ্টা দুয়েকের অপেক্ষা, এরপরই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গত জুনে রিয়ালে নাম লেখালেও সদ্য সমাপ্ত ইউরোর কারণে তাকে বরণের সুযোগ পায়নি ক্লাবটি। এবার প্রিয় তারকাকে বরণ করে নিচ্ছে দলটি। প্রস্তুত প্রায় ৮৫ হাজার লস ব্লাঙ্কোস সমর্থক।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বরণ করা হবে এমবাপ্পেকে। সেই উপলক্ষে নবরুপে সেজেছে পুরো স্টেডিয়াম। তৈরি করা হয়েছে বিশেষ ক্যাটওয়াক, যার দুই পাশে থাকবে আতশবাজির ব্যবস্থা। আর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রায় ৮৫ হাজার সমর্থক। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এমবাপ্পের বরণ অনুষ্ঠান। যে অনুষ্ঠানের টিকিট পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে।
রিয়ালে আপাতত ৯ নম্বর জার্সিতে দেখা যাবে এমবাপ্পেকে। এরই মধ্যে রিয়ালের অফিশিয়াল স্টোরগুলোতে তার জার্সি কেনার ধুম লেগেছে। প্রিয় তারকাকে বরণে মুখিয়ে সমর্থকরাও। অবশ্য এত দ্রুত তাকে দেখা যাবে না মাঠে। আগামী ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে রিয়ালের জার্সিতে মাঠে নামতে পারেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।
২০১৭ সালে মোনাকো ছেড়ে কাতারি মালিকানাধীন পিএসজিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে রেকর্ড ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপও জেতেন এমবাপ্পে। মাত্র ১৮ বছর বয়সী এমবাপ্পেকে ১৮ কোটি ইউরোয় কিনেছিল পিএসজি। পিএসজির হয়ে ৬ বার লিগ ওয়ান শিরোপা জিতেছেন এমবাপ্পে। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছেন পিএসজির হয়ে। কিন্তু হেরে যেতে হয় বায়ার্ন মিউনিখের কাছে।