প্যারিস অলিম্পিক
আর্জেন্টিনার বিদায় মানতে পারছেন না মাসচেরানো
বিশ্বকাপজয়ী চার তারকা ফুটবলারকে নিয়ে অলিম্পিকে খেলতে গিয়েছিল আর্জেন্টিনা। তবে, কোয়ার্টার ফাইনালেই থামতে হলো দুইবারের স্বর্ণজয়ীদের। স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে গোলের বেশকিছু সুযোগ তৈরি করেও জিততে পারেনি আলবিসেলেস্তারা। দলের এমন হার মেনে নিতে পারছেন না আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাসচেরানো।
গতকাল শুক্রবার (২ আগষ্ট) দিনগত রাতে বোর্দোয় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ফ্রান্স। অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দল অংশ নিলেও এই ম্যাচকে ঘিরে ভক্ত-সমর্থকদের ছিল বাড়তি উন্মাদনা। একই দিনে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও মরক্কো। কোয়ার্টারে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে মরক্কো। আর জাপানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন।
ম্যাচ হারের পর গণমাধ্যমে মাসচেরানো বলেন, ‘এটা নতুন না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো। আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং এটা ছিল আমাদের ঘরে ফেরার পালা। ভবিষ্যৎ নিয়ে ভাবছি না। আগে হোটেলে ফিরে হারটা হজম করার চেষ্টা করি।’