বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ঘিরে দুঃসংবাদ
অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান দুদলই। আগামী ২১ আগস্ট থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজ খেলতে বাংলাদেশ দল ইতোমধ্যে পৌঁছেছে পাকিস্তানে। লাহোরে চলছে দলের অনুশীলন। এর মধ্যে দুঃসংবাদ দিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ।
দেশটির ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানে আজ শুক্রবার (১৬ আগস্ট) প্রকাশিত প্রতিবেদন মতে, প্রথম টেস্টের পাঁচদিনই বৃষ্টি হতে পারে রাওয়ালপিন্ডিতে। এখনও সেখানকার আবহাওয়া বৈরি। ফলে, পিচ তৈরির কাজ শুরু করতে পারেননি সংশ্লিষ্টরা। বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন মাঠকর্মীরা।
এমন অবস্থা চলতে পারে ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় প্রথম টেস্টেও। আবহাওয়া অধিদপ্তরের বরাতে ক্রিকেট পাকিস্তান বলছে, ম্যাচের পাঁচদিনই ভারী বৃষ্টি হতে পারে রাওয়ালপিন্ডিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে যদিও কিছু বলা হয়নি। সেটি শুরু হবে আগামী ৩০ আগস্ট।
দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়াম নিয়ে আগেই একটি বিবৃতি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ম্যাচটি অনুষ্ঠিত হবে দর্শকশূন্য মাঠে। আগামী বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে পাকিস্তান। টুর্নামেন্টের একটি ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়াম। টুর্নামেন্টকে সামনে রেখে সংস্কার করা হচ্ছে স্টেডিয়ামটি। সংস্কারের সময় দুর্ঘটনার শঙ্কা থাকেই। ফলে, দর্শকের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।