মুশফিকের সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দাপট
বরাবরই রানের দেখা মেলে রাওয়ালপিন্ডির উইকেটে। এবারও তার ব্যতিক্রম হলো না। প্রথম ইনিংসে পাকিস্তানের গড়া ৪৪৮ রানের জবাবে এরইমধ্যে স্কোরবোর্ডে ৩৮৯ রান তুলে ফেলেছে বাংলাদেশ। ৫৯ রানে পিছিয়ে থাকলেও পাকিস্তানকে চাপে রেখে মধ্যাহ্ন বিরতিতে মুশফিক-মিরাজরা।
লিটনের বিদায়ের পর মিরাজকে নিয়ে দারুণ এক জুটি মুশফিক। এই জুটিতে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখন দ্বিতীয় সেশনে বাকি ৫৯ রান তাড়া করে বড় লিডের স্বপ্ন বাংলাদেশের।
এর আগে, নাসিম শাহর এক ওভারে ১৮ রান তুলে ফিফটি করেছিলেন লিটন। চতুর্থ দিন সেই নাসিমের বলেই উইকেট দিতে হলো তাকে। পাকিস্তানি পেসারের বাড়তি বাউন্সের বলটা কাট করতে চেয়েও পারেননি লিটন। বল তার ব্যাট চুমো খেয়ে জমা হয় রিজওয়ানের গ্লাভসে। ভাঙে মুশফিকের সঙ্গে ১৭১ বল স্থায়ী ১১৪ রানের জুটি। ৭৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন লিটন।
দিনের শুরুতেই রক্ষা পেলেন মুশফিকুর রহিম। ব্যাকফুটে গিয়ে আলিকে খেলতে চেয়েছিলেন বাংলাদেশি ব্যাটার। একটু নিচু হয়ে ভেতরে ঢোকা বল আঘাত করে তার প্যাডে। আবেদনের জবাবে আম্পায়ারও আঙ্গুল তুলে দেন। চ্যালেঞ্জ জানান মুশফিক। তাতে বেঁচে যান তিনি। সে সময় ৫৯ রানে ছিলেন তিনি।