পর্তুগালকে জিতিয়ে রোনালদোর বিশ্ব রেকর্ড
বয়সের কোটা ৩৯ স্পর্শ করলেও এখনও গোল করার ক্ষুধা কমেনি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। জাতীয় দল কিংবা ক্লাব পর্যায়ে গোলের ধারা অব্যাহত রেখেছেন এই তারকা ফুটবলার। এবার গোল করে শুধু দলকে জেতাননি, করেছেন বিশ্ব রেকর্ডও। এই জয়ে নেশন্স লিগে নিজেদের দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট তুলে নিল পর্তুগাল।
কদিন আগেই এক হাজার গোলের স্বপ্নের কথা জানিয়েছিলেন রোনালদো। লালিত সেই স্বপ্ন পূরণ করেই হয়তো তুলে রাখবেন নিজের বুট জোড়া। সেই পথে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। নেশন্স লিগের দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও রোনালদোর কল্যাণে ২-১ গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে পর্তুগাল।
ম্যাচ হারলেও শুরুতেই এগিয়ে যায় স্কটল্যান্ড। ম্যাচের সপ্তম মিনিটে স্কট ম্যাকটমিনের দারুণ হেডে লিড নেয় স্কটিশরা। এরপর আরও বেশকটি আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেনি পর্তুগাল। যার ফলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্কটল্যান্ড।
অবশ্য খুব বেশিক্ষণ গোলশূণ্য থাকতে হয়নি পর্তুগালকে। ম্যাচের ৫৪তম মিনিটে দলকে সমতায় ফেরান ফার্নান্দেজ। এরপর আরও কয়েকটি জোরালো আক্রমণ করলেও কিছুতেই ব্যবধান বাড়াতে পারছিল না পর্তুগাল। সেই আক্ষেপ মেটান রোনালদো। ৮৮তম মিনিটে মেন্দেসের বাড়ানো বলে স্কোরলাইন ২-১ করেন রোনালদো।
এর সুবাদে নিজের ক্যারিয়ারে ৯০১তম আর আন্তর্জাতিক ফুটবলে ১৩২তম গোল পূরণ করলেন রোনালদো। এই গোলের ফলশ্রুতিতে একটি বিশ্ব রেকর্ডও গড়েছেন তিনি। আর সেটি হলো ৪৮তম প্রতিপক্ষের বিপক্ষে গোল। আন্তর্জাতিক অঙ্গনে এত বেশি দেশের বিপক্ষে গোল করার নজির নেই আর কোনো ফুটবলারের।