ভারতে সাকিবের ব্যাট হাসবে তো? কী বলছেন শান্ত
পাকিস্তানের পর এবার বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জের নাম ভারত। সফরের শুরুটা টেস্ট দিয়ে। ঐতিহাসিক সিরিজ জয়ে ফুরফুরে মেজাজে থাকলেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের ছন্দহীনতা। বল হাতে মোটামুটি ছন্দে থাকলেও ব্যাট হাতে ভুগছেন এই ৩৭ বছর বয়সী ক্রিকেটার। এবার দেশ ছাড়ার আগে সাকিবের এমন অফফর্ম নিয়ে মুখ খুললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দেশ ছাড়ার আগে সাকিব প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ে কাছ থেকে আগে যা প্রত্যাশা করতাম, এবারও তাই করছি। এটা ঠিক যে, তিনি হয়তো ব্যাটিংয়ে রান করতে পারেননি। তবে, আমি আশা করছি, হয়তো এই সিরিজেই তিনি ভালো কিছু করবেন।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছন্দে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটের-পাশাপাশি বল হাতেও বেশ বিবর্ণ ছিলেন এই ক্রিকেটার। তার এমন অফফর্ম ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। যদিও পাকিস্তান সিরিজে বল হাতে কিছুটা আশার আলো দেখিয়েছেন তিনি। বিশেষ করে ইংলিশ কাউন্টিতে এক ম্যাচে ৯ উইকেট নিয়ে দিয়েছেন আস্থার প্রতিদান। কিন্তু ব্যাট হাতে দুই ইনিংসে তার রান ১২ ও শূন্য। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে তাই সাকিবের ছন্দে থাকাটা বেশ জরুরি।
এর আগে, বিষয়টি নিয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই। যেটা আমি বললাম, ফর্মটা খুব গুরুত্বপূর্ণ। সাকিব ফর্মে নেই। তবে টেস্ট ক্রিকেটে একটা বিষয় কী, ফর্মে ফেরার সময় থাকে। টি-টোয়েন্টি, ওয়ানডেতে হয়তো সেই সময়টা থাকে না। ব্যাটসম্যানদের রান করার তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্টে সেই সময়টা থাকে। আমি বিশ্বাস করি, সাকিব যে মানের ক্রিকেটার, একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার। সে যদি সেটা করে নিতে পারে, ফর্মটা ফিরে আসবে।’