ভারত সিরিজের আগে ব্যক্তিগত অর্জনের হাতছানি বাংলাদেশি ক্রিকেটারদের
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর প্রথমবারের মতো সাদা পোশাকে ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। টেস্ট ফরম্যাটে এখনও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১৩ টেস্ট খেলে ১১টিতে হার এবং দুটি টেস্ট ড্র করেছে বাংলাদেশ। আসন্ন সিরিজে প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে বেশ কিছু মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই সিরিজেই হতে পারে বেশকিছু ব্যক্তিগত অর্জন। এমন খবরই প্রকাশ করেছে সংবাদ সংস্থা বাসস।
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান স্পর্শ করতে ৯ রান দূরে রয়েছেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত সবার ওপরে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার রান ১৫ হাজার ১৯২। এখন পর্যন্ত মুশফিকের রান ১৫ হাজার ১৮৪। ছন্দে থাকা মুশফিক ভারতের চার ইনিংস মিলিয়ে ৯ রান করতে পারবেন না, সেটি বিশ্বাসযোগ্য নয়।
সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার সুযোগ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সামনে। ২০০ উইকেটের ঘরে প্রবেশ করতে পাঁচ উইকেট প্রয়োজন তার। পাকিস্তান সিরিজেই এই রেকর্ড স্পর্শ করার সুযোগ ছিলো তাইজুলের সামনে। কিন্তু, দলে থাকলেও সুযোগ হয়নি একাদশে।
অন্যদিকে, ভারতে সিরিজে সাত উইকেট শিকার করলেই বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ৩০০ উইকেটের মালিক হবেন মেহেদি হাসান মিরাজ। পাকিস্তান সিরিজে সেরা হওয়া মিরাজ ছন্দ ধরে রাখলে এটি অসম্ভব কিছু নয়।
বাংলাদেশিদের মধ্যে উইকেট সংগ্রহের তালিকায় সবার ওপরে আছেন সাকিব। তার শিকার ৭০৮ উইকেট। পরের দুটি স্থানে আছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও মুস্তাফিজুর রহমান। মাশরাফি ৩৮৯ ও মুস্তাফিজ ৩২৩ উইকেট শিকার করেছেন।