কানপুর টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের
বড় জয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ভারত। বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জ জানাবে বলে ধারণা করা হলেও মাঠে তেমনটা দেখা যায়নি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে আধিপত্য দেখিয়ে ২৮০ রানের বড় জয় পেয়েছে রোহিত শর্মার দল। প্রথম টেস্ট জয়ের পরই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) কানপুর টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। বুমরাহসহ ২-১ জন ক্রিকেটারকে বিশ্রামের গুঞ্জনের শোনা গেলেও দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা। যার মানে পূর্ণশক্তির দল নিয়েই কানপুরে মাঠে নামবে গৌতম গম্ভীরের শিষ্যরা।
একনজরে দেখে নেওয়া যাক দুই দলের টেস্ট স্কোয়াড
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম , জাকির হাসান, মুমিনুল হক , মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সারফরাজ খান, রিশাভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।