ব্যর্থতার কারণ জানালেন অধিনায়ক শান্ত
কানপুর টেস্টে মোটে পাঁচদিনে খেলা হয়েছে ১৭৩.২ ওভার। যার মানে দাঁড়ায় পুরোপুরি দুইদিনও ঠিকমতো খেলা হয়নি। কারণ বৃষ্টির বাঁধায় প্রায় তিনদিনের খেলা পরিত্যক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ড্রয়ের স্বপ্নে বিভোর থাকা বাংলাদেশ যে, অবিশ্বাস্যভাবে হেরে যাবে, তা হয়তো কেউই ভাবেনি। দুদিন নয় বাংলাদেশকে মাত্র দেড় দিনেই হারিয়ে দিল রোহিতরা। পাকিস্তানের বিপক্ষে সফলতার পর এমন ব্যর্থতা কেন, কারণ জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ মঙ্গলবার (১ অক্টোবর) কানপুরে ম্যাচ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে ম্যাচ হারের কারণ জানিয়ে শান্ত বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। আপনি যদি সব ব্যাটারদের দিকে তাকান, তাহলে দেখবেন তারা ৩০-৪০টি করে বল খেলেছে এবং এরপর আউট হয়েছে। যেকোনো একজন ব্যাটারের বড় রান করাটা গুরুত্বপূর্ণ। যেভাবে জাদেজা-অশ্বিন ব্যাটিং করেছে, এমন সময়ে আপনার উইকেট প্রয়োজন। যেভাবে আমরা দুই ইনিংসে বোলিং করেছি, বিশেষ করে মিরাজ আগামীতেও সেই ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করি।’
উল্লেখ্য, চেন্নাই টেস্টে ২৮০ রানের বড় হারের পেছনেও সবচেয়ে বড় দায় ছিল ব্যাটারদের। সাদা পোশাকে এমন ব্যর্থতা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। পাঁচদিনের ব্যবধানে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্তরা। সেই সিরিজে ব্যাট হাতে ছন্দে ফেরাই বড় চ্যালেঞ্জ হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।