ব্যাটিং ব্যর্থতার কারণ খুঁজে পেলেন হাথুরুসিংহে
এতটা হতাশায় কাটবে ভারত সিরিজ, তা হয়তো সিরিজ শুরুর আগে ভাবতে পারেনি বাংলাদেশ। চেন্নাই টেস্টের চেয়েও খারাপভাবে হেরেছে কানপুরে শেষ টেস্ট। বৃষ্টিতে প্রায় আড়াই দিন ভেসে যাওয়ার পর মূলত দুদিনেই ভারতের কাছে হার মানে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে হয় হোয়াইশওয়াশ।
দল হিসেবে যেমন বাংলাদেশ ব্যর্থ হয়েছে, তেমনি ব্যাটাররা পারেননি ভালো পারফর্ম করতে। যার খেসারত দিতে হয়েছে দলকে। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। কানপুর টেস্ট শেষে আজ মঙ্গলবার (১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসে কারণও বের করেছেন হাথুরিুসিংহে। তার কাছে একটি বড় কারণ হিসেবে মনে হয়েছে, প্রতিপক্ষের (ভারত) শক্তিমত্তা।
হাথুরুসিংহে বলেন, ‘আমাদের ব্যাটাররা আসলেই ভালো করতে পারেনি। পুরো সিরিজে ব্যাটিং হতাশ করেছে। গত সিরিজেও (পাকিস্তান) আমরা ভালো করেছিলাম। তবে, এবার প্রত্যাশা মেটাতে পারেননি ব্যাটাররা। এর পেছনে একটি কারণ হতে পারে প্রতিপক্ষ। ভারতের শক্তিমত্তা অনেক। তাদের ক্রিকেটাররা অনেক উঁচুমানের। তাদের স্কিল অনন্য।’
ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যর্থতার দায় মেনে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। কানপুরে ম্যাচ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। আপনি যদি সব ব্যাটারের দিকে তাকান, তাহলে দেখবেন তারা ৩০-৪০টি করে বল খেলেছে এবং এরপর আউট হয়েছে। একজন ব্যাটারের বড় রান করাটা গুরুত্বপূর্ণ। আমরা সেটি করতে পারিনি।’