ম্যাচ হারের আসল কারণ জানালেন শান্ত
বিরাট কোহলি-রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটার নেই। তাই বাংলাদেশের সামনে সুযোগ ছিল ভারতের তরুণ দলটির সামনে নিজেদের মেলে ধরার। আইপিএল খেলে টি-টোয়েন্টিতে সিদ্ধহস্ত ভারতের তরুণ দলটিই প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল। এমন হারের কারণ জানালেন অধিনায়ক শান্ত।
আজ রোববার (৬ অক্টোবর) ম্যাচ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমরা ভালো শুরু করিনি। টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা কাজে লাগাতে পারিনি। পরিকল্পনা ছিল ইতিবাচক ক্রিকেট খেলার, তবে সেটা আমরা করতে পারিনি। পরের ম্যাচের জন্য আমাদের আরও ভালো করে পরিকল্পনা করতে হবে। যদি আমাদের হাতে কিছু উইকেট থাকত তাহলে হয়তো ১০-১৫ রান আরও বেশি হতো ‘
শান্ত আরও যোগ করেন, ‘বোলিংয়ের কথা বলতে গেলে আমাদের কাছে পর্যাপ্ত রান ছিল না লড়াই করার মতো। এই ধরনের পিচে বোলারদের জন্য কাজটা সহজ ছিল না। আমাদের আরও রানের প্রয়োজন ছিল। তবে, আমি মনে করি রিশাদ ও ফিজ ভালো বোলিং করেছে।’
গোয়ালিয়রের টস জিতে অতিথিদের ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। একের পর এক উইকেট হারিয়ে টালমাটাল নাজমুল শান্তর দল থাকে মাত্র ১২৭ রানে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই তাসকিন-মুস্তাফিজদের ওপর চড়াও হয় ভারতীয় ব্যাটাররা। জয়ের বন্দরে তারা পৌঁছে যায় ১১.৪ ওভারেই।