আমরা এভাবেই ব্যাটিং করি : শান্ত
বাংলাদেশের দৃষ্টিকটু ব্যাটিং যেন চোখ সওয়া হয়ে গেছে সবার। ফরম্যাট যেমনই হোক, বাংলাদেশ দলের ট্রেডমার্ক ‘বাজে’ ব্যাটিংয়ের ধারাবাহিকতায় ছেদ পড়ে না। গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে গতকাল রোববার (৬ অক্টোবর) বদলেনি বাজে ব্যাটিংয়ের ধারা। ভারতের কাছে সাত উইকেটে হারের পেছনে সবচেয়ে বড় দায়—ব্যাটিং ব্যর্থতা।
নাজমুল হোসেন শান্ত বহুদিন ধরেই বলে আসছেন, ব্যাটিং নিয়ে তিনি চিন্তা করেন না। টপ অর্ডার নিয়ে প্রশ্ন ছুঁড়লে আস্থার কথাই বলেন তিনি। খেলোয়াড়দের প্রতি অধিনায়কের বিশ্বাস থাকা ভালো। তবে. সেটি বাস্তবতা মেনে। গোয়ালিয়রে হারের পর অবশ্য বাংলাদেশ অধিনায়ক বাস্তববাদীই হলেন। বাংলাদেশের ব্যাটিং এমনই, এটা মেনে নিলেন শান্ত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন ‘যদি গত ১০ বছর ধরে দেখেন, আমরা কিন্তু এভাবেই ব্যাটিং করছি। আমরা যখন ঘরের মাঠে খেলি, উইকেট থাকে ১৪০-১৫০ রানের। ব্যাটাররা সেটি করতে জানে। তারা জানে না, কীভাবে ১৮০ করা যাবে। আমাদের পরিবর্তন আনতে হবে। আরও ভালো উইকেটে অনুশীলন করলে বোধহয় দক্ষতা বাড়বে।’
ম্যাচ হারের পেছনে শান্তর মনে হয়েছে, বাংলাদেশ দলের দক্ষতা ও মানসিকতার অভাব। যেখানে ভারত এগিয়ে আছে যোজন যোজন। শান্ত নিজেও স্বীকার করছেন তা। তিনি জানান, দক্ষতা ও মানসিকতায় বাংলাদেশের সঙ্গে ভারতের পার্থক্য অনেক। যদিও, নিজ দেশের ক্রিকেটাররদের একেবারে ফেলে দিচ্ছেন না তিনি। বরং, বাংলাদেশ দলের সামর্থ্য আছে, কেবল ধারাবাহিকভাবে প্রতিফলন ঘটানোর পালা।