টি-টোয়েন্টিতে বিব্রতকর বিশ্ব রেকর্ডের পথে শান্তরা
গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। স্বাগতিকরা জিতেছে ৪৯ বল আর ৭ উইকেটে, এই সংখ্যাগুলোই বলে দেয় বাংলাদেশকে লড়াইয়ে সুযোগই দেয়নি ভারত। এমন হারে বিব্রতকর এক বিশ্ব রেকর্ডের দ্বারপ্রান্তে নাজমুল হোসেন শান্তর দল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অলআউট হওয়ার রেকর্ড শ্রীলঙ্কার। সংক্ষিপ্ত ফরম্যাটে লঙ্কানরা ১৯৫টি ম্যাচ খেলে অলআউট হয়েছে সর্বোচ্চ ৪২ বার। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। ১৭৭টি ম্যাচ খেলে এখন পর্যন্ত ৩৯ বার অলআউট হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। শীর্ষ পাঁচের বাকি তিন দল নিউজিল্যান্ড, রুয়ান্ডা ও পাকিস্তান। নিউজিল্যান্ড ৩৭ বার, রুয়ান্ডা ও পাকিস্তান সমান ৩২ বার করে অলআউট হয়েছে।
যার ফলে ভারতের বিপক্ষে বাকি দুই ম্যাচেও অলআউট হলে লঙ্কানদের আরও কাছে চলে যাবে নাজমুল শান্তর দল। এদিকে, বাংলাদেশ বিব্রতকর এই রেকর্ড এড়ানোর জন্য মাঠে নামলেও, ভারত নামবে রেকর্ড গড়তে। সিরিজের বাকি দুই ম্যাচের একটিতে যদি বাংলাদেশকে অলআউট করতে পারে ভারত, তবে প্রতিপক্ষকে সবচেয়ে বেশিবার অলআউট করার রেকর্ড গড়বে গৌতম গম্ভীরের শিষ্যরা।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তান এখন এই সংস্করণে প্রতিপক্ষকে সবচেয়ে বেশিবার অলআউট করার হিসাবে যৌথভাবে শীর্ষে। দুই দলই প্রতিপক্ষকে ৪২ বার করে অলআউট করেছে। এ তালিকায় তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ২২ গজে প্রতিপক্ষকে ৪০ বার অলআউট করেছে কিউইরা। এর জন্য নিউজিল্যান্ডকে খেলতে হয়েছে ২২০ ম্যাচ। তাই এই সিরিজেই সেই রেকর্ড নিজেদের করে নিতে মরিয়া টিম ইন্ডিয়া।