নিতীশ ঝড় থামালেন মুস্তাফিজ
৪টি চার ও ৭ ছক্কায় ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন নিতীশ কুমার রেড্ডি। রিশাদের এক ওভারে ২৪ ও মিরাজের এক ওভারে ২৬ রান তুলেছিলেন তিনি। তাকে থামানোই বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে চতুর্দশ ওভারে গিয়ে তাকে থামানো গেল। মোস্তাফিজের করা এই ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে এক্সট্রা কাভারে মিরাজের হাতে ধরা পড়েন তিনি। তবে, তিনি ফিরলেন রানের চাকা থেমে নেই ভারতের। এবার ব্যাট হাতে ঝড় তুলেছেন হার্দিক পান্ডিয়া।
নিতীশের ঝড়ো ব্যাটিং, ভারতের দলীয় একশ
দলীয় ৪১ রানের মাথায় টপঅর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে, দুই ব্যাটার রিঙ্কু সিংহ ও নিতীশ রেড্ডির ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারেই স্কোরবোর্ডে একশ ছাড়িয়েছে স্বাগতিকদের সংগ্রহ।
সূর্যকুমারকে ফেরালেন মুস্তাফিজ
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটারদের পর বোলারদের ব্যর্থতায় সেভাবে লড়াই করতে পারেনি বাংলাদেশ। তবে, দ্বিতীয টি-টোয়েন্টিতে অন্তত শুরুটা ভালো করেছে বাংলাদেশ। পাওয়ার প্লে’র ৬ ওভারের মাঝেই সাজঘরে ফিরিয়েছে ভারতের তিন ব্যাটারকে। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪৫ রান তুলেছে স্বাগতিকরা। বিশেষকরে গত ম্যাচে দারুণ ব্যাটিং করা ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে ফিরিয়েছেন মুস্তাফিজ। বাঁহাতি এই বোলারের করা কাটার ডেলিভারি ঠিকঠাক বুঝতে পারেননি যাদব। শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ১০ বলে ৮ রান করে ফেরেন তিনি।
দুই ওপেনারকে ফিরিয়ে লড়াইয়ের আভাস বাংলাদেশের
বোলিংয়ের শুরুটা মেহেদী হাসান মিরাজকে দিয়ে করানোয় ভক্তদের অনেকেই অবাক হন। প্রথম ওভারে বেশ খরুচে ছিলেন এই ব্যাটার। ১৫ রান দিয়ে ইনিংস শুরু করলেও দ্রুতই লড়াইয়ে ফেরে বাংলাদেশ। দলীয় ১৭ রানে স্যামসনকে ফেরান তাসকিন। আর ২৫ রানের মাথায় অভিষেককে বোল্ড করে সাজঘরে পাঠান তানজিম সাকিব। ১১ বলে ১৫ রান আসে তার ব্যাট থেকে।
ভারতের উড়ন্ত শুরুতে তাসকিনের ধাক্কা
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সাধারণত রানবন্যার দেখা মেলে। সেই পরিসংখ্যান জানার পরও উইকেট থেকে ডিউ ফ্যাক্টরের ফায়দা লুফে নিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে, টস হারলেও ব্যাট হাতে দারুণ শুরু করেছে ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সানজু স্যামসন। দলীয় ১৭ রানের মাথায় তাসকিনের বলে তুলে মারতে গিয়ে নাজমুল শান্তর হাতে ধরা পড়েন তিনি। আউটের আগে করেন ৭ বলে ১০ রান।
বাংলাদেশ একাদশে এক পরিবর্তন
প্রথম টি-টোয়েন্টিতে যেভাবে ভারতের কাছে ধরাশয়ী হয়েছে, তাতে করে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন হয়েই যাবে বাংলাদেশের। তবুও আশাবাদী বাংলাদেশ, কেননা এই দিল্লিতেই আছে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের সুখস্মৃতি। সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে সিরিজে সমতায় ফিরতে মরিয়া নাজমুল শান্তর দল। দিল্লিতে টিকে থাকার ম্যাচের বাংলাদেশ একাদশে এসেছে পরিবর্তন। শরিফুল ইসলামের পরিবর্তে আরেক পেসার তানজিম সাকিবকে নেওয়া হয়েছে। আর অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে ভারত।
সিরিজ বাঁচানোর ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ
ভারত সফরের শুরুটা হয়েছে মলিনতায়। সাদা পোশাকে প্রথম সিরিজেই হোয়াইটওয়াশের লজ্জা পায় বাংলাদেশ। সেই লজ্জা না ভুলতে আরেকটি সিরিজ হারানোর শঙ্কা চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচটিতে জিতলে সিরিজে টিকে থাকবে বাংলাদেশ। হারলেই সিরিজ হাতছাড়া। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে জিতে আগে বোলিং বেছে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।