অভিন্ন দল নিয়ে ভারত ফেরত শান্তদের সামনে বড় চ্যালেঞ্জ
পরপর দুটি সিরিজ—পাকিস্তান ও ভারত। দুই সিরিজে মুদ্রার দুই পিঠ দেখেছে বাংলাদেশ। পাকিস্তান সফর শেষ করেছে বীরের বেশে। তাদের মাটিতে তাদেরই ধবলধোলাই। সাদা পোশাকে বাংলাদেশের দুই যুগের যাত্রায় তর্কাতীতভাবে সেরা সাফল্য। সেই আত্মবিশ্বাস নিয়ে ভারতে পা রাখেন শান্ত-লিটন-মুশফিকরা। কিন্তু বিধিবাম!
ভারত সফরে দুই টেস্টে নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ। জয়ের চিন্তা তো বহুদূর, ন্যূনতম লড়াইটুকু করতে পারেনি তারা। দুই টেস্টে পেয়েছে লজ্জা। হারগুলো ছিল দৃষ্টিকটূ। চেন্নাইয়ে প্রথম টেস্টে তবুও চারদিন পর্যন্ত ম্যাচ টানতে পারে বাংলাদেশ। কানপুরে শেষ ম্যাচে সেটিও হয়নি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আড়াই দিনে পরাজিত হয় বাংলাদেশ।
দুটি সফরের পর এবার বাংলাদেশ খেলবে ঘরের মাঠে। দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশ সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা। দুই টেস্টের সিরিজ শুরু হবে আগামী ২১ অক্টোবর থেকে, মিরপুরে। এর আগে আজ বুধবার (১৬ অক্টোবর) সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াড যেন ভারত সফরের ফটোকপি। কেবল খালেদ আহমেদ বাদ পড়েছেন দল থেকে। বাকিরা সবাই ছিলেন আগের সিরিজে।
ঘরের মাঠে বাংলাদেশ বিপজ্জনক, এটি সত্যি। তবে, মাত্র শেষ হওয়া সিরিজে গোটা দল ব্যর্থ হওয়ার পরও অপরিবর্তিত রাখাটা দুঃসাহস বটে। বাংলাদেশ দলে অবশ্য বড় পরিবর্তন এসেছে। কোচের দায়িত্বে আর নেই চন্ডিকা হাথুরুসিংহে। তার বদলে শান্তদের বস এখন ফিল সিমন্স। গতকাল কোচ হিসেবে নিয়োগ পেয়ে যিনি আজই চলে এলেন ঢাকায়। ছুটে গেলেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
মিরপুরে নিজেদের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। সিমন্সে হাত ধরে ইতিবাচক পরিবর্তনের আশাই করছে ক্রিকেট ভক্তরা। ভারত সফরে সবচেয়ে বেশি হতাশ করেছেন ব্যাটাররা। বোলাররাও নিজেদের মেলে ধরতে পারেননি। দক্ষিণ আফ্রিকা সিরিজ তাই নিজেদের প্রমাণের। ব্যর্থতার পরও বোর্ড ভরসা রেখেছে যাদের ওপর, তাদেরও দায়িত্ব আস্থার প্রতিদান দেওয়া।
আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ২৯ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।