ঘরের মাঠে হোঁচট খেল ব্রাজিল
বল দখল থেকে শুরু করে আক্রমণ, ব্রাজিল এগিয়ে ছিল সবদিকেই। অথচ, ম্যাচের প্রথম গোলটি করে উরুগুয়ে। পিছিয়ে পড়ে অবশ্য ম্যাচে ফিরে আসে ব্রাজিল। গোল করে সমতা ফেরায়। তবে, জয় পাওয়া হয়নি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ বুধবার (২০ নভেম্বর) উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল।
ঘরের মাঠ ফন্টে নোভা অ্যারেনায় শুরুতেই গোল পেতে পারত ব্রাজিল৷ দ্বিতীয় মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের নেওয়া আড়াআড়ি শট বারঘেঁষে চলে যায়। প্রথম ১০ মিনিটে বেশ আক্রমণাত্মক খেলে ব্রাজিল। দুটি ফ্রি-কিক পেলেও কাজে লাগাতে পারেনি সেলেসাওরা। এরপর আরও কিছু সম্ভাবনা তৈরি হয়। কোনোটিই পায়নি পরিণতি। শেষ পর্যন্ত কোনো গোল ছাড়াই বিরতিতে যায় দুদল।
বিরতি থেকে ফিরে দ্রুত লিড নেয় উরুগুয়ে। ম্যাচের ৫৫ মিনিটে ফেদে ভালভার্দের গোলে এগিয়ে যায় দলটি। ম্যাক্সিমিলানো আরাহোর ঠেলে দেওয়া বলে বক্সের বাইরে থেকে দুরন্ত শট নেন ভালভার্দে। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অতিথিরা। ৬২ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান গারসন। এরপর আর গোল পায়নি কেউই। এই ম্যাচ শেষে লাতিল আমেরিকা অঞ্চলে ব্রাজিলের পয়েন্ট ১২ ম্যাচে ১৮। তালিকার পাঁচ নম্বরে আছে দলটি। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে উরুগুয়ের অবস্থান দুইয়ে।