বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল কততম?
লিওনেল মেসি নেই চোটের কারণে। অবসর নেওয়াতে পাওয়া যায়নি অ্যাঞ্জেল ডি মারিয়াকে। দলের দুই বড় কান্ডারিকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। চ্যালেঞ্জ ছিল, সেটি উৎরে গেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বের ম্যাচে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) চিলিকে মোকাবিলা করে আর্জেন্টিনা।
মেসি-মারিয়াকে ছাড়াই ৩-০ গোলে চিলিকে হারায় আর্জেন্টিনা। দাপুটে জয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সাত ম্যাচে ছয় জয় ও একটিমাত্র হারে তাদের পয়েন্ট ১৮। দুইয়ে থাকা উরুগুয়ে এক ম্যাচ কম খেলে ঝুলিতে জমা করেছে ১৩ পয়েন্ট। পরের ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ১৬। শীর্ষস্থান থেকে তাই আপাতত নড়ছে না আর্জেন্টিনা।
বাছাইপর্বে আলবিসেলেস্তেদের শিষ্যদের আধিপত্য বজায় থাকলেও পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিলের অবস্থা শোচনীয়। ছয় ম্যাচ খেলে সেলেসাওদের সংগ্রহ মোটে সাত পয়েন্ট। জিতেছে দুই ম্যাচ, ড্র একটি, হার তিনটিতে। তালিকায় দলটির অবস্থান ষষ্ঠ।
ব্রাজিলের পরবর্তী ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে। ঘরের মাঠে আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় দলটির মুখোমুখি হবে তারা। পয়েন্ট টেবিলে ইকুয়েডর আছে পাঁচে। কাল ব্রাজিল হারলে বা ড্র করলে অবনতি ঘটবে আরও। ব্রাজিলের যদিও সুযোগ আছে নিজেদের গুছিয়ে নেওয়ার। কারণ, বাছাইপর্বের অনেকটা পথ বাকি এখনও।
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বাছাই পর্বে কনমেবল অঞ্চল থেকে অংশ নিয়েছে মোট ১০টি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে হোম ও অ্যাওয়ের ভিত্তিতে প্রত্যেক দল দুবার করে একে অপরের মোকাবিলা করবে। খেলবে মোট ১৮টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলবে, সপ্তম দল জায়গা পাবে আন্তমহাদেশীয় প্লে-অফে। সেই বাধা পার হতে পারলে জায়গা মিলবে বিশ্বকাপের মূল পর্বে।