আইপিএলে দল পাননি রিশাদ হোসেন
বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে আইপিএলের দল না পাওয়ার অন্যতম কারণ পুরো আসর খেলার নিশ্চয়তার অভাব। জাতীয় দলের ব্যস্ততা থাকার কারণে প্রতিটি আসরে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা হলেও শেষমেশ তাদের নিয়ে আগ্রহ দেখায়না ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই তালিকায় এবার যোগ দিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। মেগা নিলামে দল পেলেন না এই ক্রিকেটার।
আজ সোমবার (২৫ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠানরত নিলামে ১৮৭ নম্বর সিরিয়ালে ছিল রিশাদের নাম। ৭৫ লাখ ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
লেগ স্পিনারদের প্রতি আইপিএলের দলগুলোর বিশেষ চাহিদা থাকে। সে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়া এই স্পিনারেরও কপাল খুলতে পারে। এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে, বাস্তবে তেমনটা দেখা মিলল না। রিশাদ, মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার আছেন আইপিএলের মেগা নিলামে।