চতুর্থ দিনের খেলা শুরু, বড় লিডের স্বপ্ন বাংলাদেশের
জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের। ব্যাটে-বলে চমকপ্রদ পারফরম্যান্সে দিনটি রাঙায় সফরকারীরা। নাটকীয় লিড পাওয়ার পর আগ্রাসী ব্যাটিংয়ে চমকে দেন ব্যাটাররা। এতেই তৈরি হয়েছে জয়ের সম্ভাবনা। এবার বড় লিডের লক্ষ্যে চতুর্থ দিনে ব্যাটিংয়ে সফরকারীরা।
তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেট ১৯৩ রান। ক্রিজে আছেন দুই অপরাজিত ব্যাটার জাকের আলী অনিক এবং তাইজুল ইসলাম। ২৯ রানে ক্রিজে অপরাজিত জাকের আলী। ৯ রানে অন্য প্রান্ত আগলে রেখে ব্যাট করছেন তাইজুল ইসলাম।
জিততে হলে এই মাঠে রান তাড়ার রেকর্ড নতুন করে লিখতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। লক্ষ্যটাকে আজ বাংলাদেশ নিয়ে যেতে চাইবে ক্যারিবিয়ানদের নাগালের বাইরে। কিংসটনে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৬৪ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৬ রানে অলআউট করেছে বাংলাদেশের বোলাররা। এতে ১৮ রানের লিডও পেয়ে যায় টাইগাররা। যে লিড ছিল সফরকারীদের জন্য অনেকটা স্বপ্নের মতো। এ নিয়ে মাত্র দ্বিতীয়বার প্রথম ইনিংসে দুইশর কম রান করেও লিড পেল বাংলাদেশ।
বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কারিগর হলেন নাহিদ রানা। জ্যামাইকায় গতির ঝড় তুলে একাই তুলে নেন ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ফাইফার পূর্ণ করেন রানা। এজন্য ডানহাতি এই পেসারকে খরচা করতে হয়েছে ৬১ রান।