শক্ত পুঁজির আশায় লড়ছে বাংলাদেশ
ইনিংসের শুরুটা হয়েছিল দারুণ। দুই ওপেনার পারভেজ হোসেন ও লিটন মিলে দারুণ কিছুর আভাস দেন। তবে ওই জুটি ভাঙার পর ধারাবাহিকভাবে উইকেট হারাচ্ছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১১৪ রান তুলতে এরই মধ্যে ছয় ব্যাটারকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। টেল এন্ডারদের ব্যাটে শক্ত পুঁজির আশায় লড়ছে বাংলাদেশ।
দারুণ শুরুর পর হোঁচট খেল বাংলাদেশ
বাঁহাতি ওপেনার সৌম্য সরকার নেই। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে শেষ টি-টোয়েন্টিতে শুরুটা করেন পারভেজ হোসেন ইমন। দুজনের ব্যাটে চড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ শুরু করে বাংলাদেশ। তবে, এই শুরুর ছন্দ মাঝপথে ভেঙে গেল। দলীয় ৪৪ রানের পর দুজনেই ফিরে গেলেন সাজঘরে।
বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে পঞ্চম ওভারে লিটন দাসের বিদায়ে। এরপর দলীয় ৫৪ রানে ক্যাচ তুলে দেন ইমনও। ২১ বলে ৩৯ করে ইমন ফেরার পর ওয়ানডাউনে নামা তানজিদ তামিমকে ৯ রানে হারায় বাংলাদেশ। মোট তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৬৩ রান তুলেছে লাল-সবুজের দল।
শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন
সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে বাংলাদেশ একাদশ থেকে ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তার বদলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে এসেছেন পারভেজ হোসেন ইমন। এর আগেও দেশের জার্সিতে ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন পারভেজ। এই একটি পরিবর্তন নিয়েই শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একাদশে এসেছে দুটি পরিবর্তন। তাদের একাদশে এসেছেন জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলস। দুজনেরই আজ টি-টোয়েন্টি অভিষেক হয়ে গেল। দুজনের যুক্ত হওয়ায় বাদ পড়েছেন আকিল হোসেন ও আন্দ্রে ফ্লেচার।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
কিংসটাউনের আর্নোস ভেল স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন দেখা বাংলাদেশ টস জিতে আগে বেছে নিয়েছে ব্যাটিং। আগের দুই ম্যাচেও আগে ব্যাটিং নিয়ে সাফল্য এসেছিল বাংলাদেশের। আজও একই পথে হাঁটলেন বাংলাদেশ অধিনায়ক লিটন।
লিটন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট মনে হচ্ছে। এই দলটির অধিনায়কত্ব করতে পেরে খুব ভালো লাগছে। উপভোগ করছি। আমরা সিরিজ জিতেছি। কিন্তু ভালো একটি দলের বিপক্ষে এটি আরেকটি ম্যাচ। আমরা দল হিসেবে পারফর্ম করতে চাই।’
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা দুই জয় বাড়িয়েছে সফরকারীদের আত্মবিশ্বাস। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে ক্যারিবীয়রা বরাবরই শক্তিশালী। তার ওপর চেনা পরিবেশ। সেখানে তুলনামূলক মাঝারি সংগ্রহ নিয়েওে আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। আজও একই ধারাবাহিতা ধরে রাখার লক্ষ্য সফরকারীদের।
অন্যদিকে, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের চাওয়া শেষ ম্যাচে অন্তত জয়ের হাসি হাসতে। ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়াতে চায় দলটি। সিরিজ হারালেও একটি জয়ের প্রত্যাশা ক্যারিবীয়দের।