বাংলাদেশ-ভারত শিরোপা দ্বৈরথ সকালে
দুই সপ্তাহের ব্যবধানে আরও একটি বাংলাদেশ-ভারত ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। এবার অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়। লাল-সবুজের প্রতিনিধিদের সামনে সুযোগ বছরের শেষটা রাঙানোর।
নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি নেমে আসে ১১ ওভারে। ৮ উইকেটে ৫৪ রান সংগ্রহ করে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
গ্রুপ পর্বে শতভাগ সাফল্য থাকলেও সুপার ফোরে ভারতের কাছে হোঁচট খায় বাংলাদেশ। তাই ফাইনালে মধুর প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ পুরো দল। কাজটা মোটেও সহজ হবে না। কেননা সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ধস নামে ব্যাটিংয়ে। তাই এই ম্যাচে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে।
প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের প্রথমদিনে বাংলাদেশ জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। বিজয় দিবসে বাংলার মেয়েরা ২৮ রানের জয় দিয়ে দিনটি স্মরণীয় করে রাখে। এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সুপার ফোরে ভারতের বিপক্ষে হারলেও নেপালকে উড়িয়ে নিশ্চিত করে ফাইনাল।