চিটাগং নাকি বরিশাল, কার অপেক্ষায় খুলনা?
চলমান বিপিএলের শুরু থেকেই উড়ছিল রংপুর রাইডার্স। একে একে জিতেছিল টানা আট ম্যাচ। সেই রংপুর দেখল মুদ্রার উল্টো পিঠ। তারকা ক্রিকেটারদের নিয়েও এলিমিনেটরে দাঁড়াতে পারল না খুলনা টাইগার্সের সামনে। ব্যাটিং ব্যর্থতাকে সঙ্গী করে বিদায় নিল টুর্নামেন্ট থেকে।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) শেষ চারের প্রথম লড়াইয়ে রংপুরকে হারিয়েছে খুলনা। দাপুটে জয় নিয়ে তারা নিশ্চিত করেছে কোয়ালিফায়ারের টিকিট। যেখানে তারা ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস দুদলের একটির বিপক্ষে লড়াই করবে।
এলিমিনেটর জেতার পর অবশ্য খুলনার জয়ের নায়ক নাসুম আহমেদের কাছে জানতে চাওয়া হয়েছে, কোয়ালিফায়ারের তিনি কাকে চান। তার সোজাসাপ্টা উত্তর, যেই আসুক তাদের চাই জয়।
ম্যাচ শেষে নাসুম বলেছেন, ‘দেখুন কোয়ালিফায়ারে যেই আসুক আমরা প্রস্তুত। কারণ টি-টোয়েন্টিতে সবাই সমান।’
তাছাড়া গত দুই ম্যাচ আগে থেকেই আমরা নক আউট খেলতেছি। সব দলই চায় সেমি, ফাইনাল খেলতে। আমাদের প্রথম লক্ষ্য ছিল সেরা চার। আজকে প্রথম ম্যাচ জিতেছি আলহামদুলিল্লাহ। পরের ম্যাচও জেতার চেষ্টা করব ইনশাল্লাহ। এই বিশ্বাসটা নিয়েই আমরা গত ৩ মাস খেলে যাচ্ছি।'
এলিমিনেটর জেতার পর নিজ দলের লোকার ক্রিকেটারদের সুনামও করেছেন নাসুম। তার ভাষায়, ‘অবশ্যই আমাদের লোকাল যারা আছে সবাই আলহামদুলিল্লাহ। বিশেষ করে ব্যাটাররা খুবই ভালো ব্যাটিং করছে। বেঞ্চের সবাইও বেশ সামর্থ্যবান। টিম কম্বিনেশনের জন্য খেলাতে পারছি না। আমাদের টিম বন্ডিং খুব ভালো। খেলি না খেলি সবাই এক আছি আরকি।’