মুশফিকের বিদায়ে সতীর্থদের প্রতিক্রিয়া

হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বার্তা দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বুধবার (৫ মার্চ) নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে অবসরের কথা জানান মুশফিক। এতে থামে দীর্ঘ ১৯ বছরের যাত্রা।
দেশের অন্যতম সেরা এই ব্যাটার ইতি টেনেছেন বর্ণাঢ্য ক্যারিয়ারের। বিদায়বেলায় তাকে নিয়ে কেউ মেতেছেন স্মৃতিচারণে, কারও কাছে তিনি হয়ে থাকবেন প্রেরণা। মুশফিকের পোস্টের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে পোস্ট করেছে বাংলাদেশ জাতীয় দলের একাধিক সতীর্থ। যাতে আছে মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকাররা।
মাহমুদউল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পোস্টে বলেন— ‘প্রিয় মুশফিক, অন্যবদ্য ওয়ানডে ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। আমার এখনও মনে আছে, শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে সেঞ্চুরি করতে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছো। এটা প্রমাণ করে খেলাটার প্রতি তোমার নিবেদন, পরিশ্রম ও ভালোবাসা কতটুকু। সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার যে মানসিকতা তোমার, সেটি যেকোনো ক্রিকেটারকে অনুপ্রেরণা দেবে। কোনো সন্দেহ নেই, তুমি বাংলাদেশ ক্রিকেটের একটি রত্ন।’
আরও পড়ুন : মুশফিকের বিদায়ে স্মৃতিকাতর মাশরাফী
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘আমাদের মতো অসংখ্য মানুষকে প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ মুশফিক ভাই। খেলাটির প্রতি তোমার ডেডিকেশন আমাদের জন্য আদর্শ হয়ে থাকবে এবং আগামীতে যারা আসবে তাদের আগ্রহী করবে। বাংলাদেশের ক্রিকেট কখনোই তোমার অবদান ভুলবে না।’
পেসার তাসকিন আহমেদ বলেন, ‘একটি যুগের সমাপ্তি! আপনাকে ছাড়া বাংলাদেশের ক্রিকেট কল্পনা করাটাও কঠিন। আপনার সঙ্গে মাঠে খেলা এবং শেখাটা আমাদের জন্য সম্মানের। আপনার মাহাত্ম্য সবসময় টিকে থাকবে।’
আরও পড়ুন : মুশফিকের উদ্দেশে যে কথা বললেন তামিম
সৌম্য সরকার লেখেন, ‘ড্রেসিংরুমে আপনার সঙ্গে উদযাপন করা মুহূর্তগুলো মনে থাকবে। দেশের ক্রিকেটকে দেওয়া সেবার জন্য আপনাকে ধন্যবাদ।’