বার্সা-লিভারপুলের কষ্টের রাতে বায়ার্ন-ইন্টারের সহজ জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নেমেছিল ৮টি দল। বুধবার (৫ মার্চ) দিনগত রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে লড়াইয়ে নামে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলানের মতো দলগুলো। এরমধ্যে সবার চোখ ছিল আরও একটি ম্যাচে। যেখানে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও পিএসজি।
বেনফিকার বিপক্ষে ফেভারিট ছিল বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে জিতেছেও কাতালান ক্লাবটি। তবে, ঝরাতে হয়েছে ঘাম। বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখলে দল পরিণত হয় ১০ জনে। ৬১ মিনিটে একমাত্র গোলটি করে বার্সাকে ১-০ গোলে জয়ের স্বস্তি এনে দেন রাফিনিয়া।
পিএসজির বিপক্ষে লিভারপুলের জয়টিও এসেছে ন্যূনতম ব্যবধানে। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে আক্রমণে এগিয়ে ছিল পিএসজিই। কিন্তু, বিরুদ্ধ স্রোতে গিয়ে ৮৭ মিনিটে লিভারপুলকে গোল এনে দেন হার্ভে এলিয়ট। ১-০ গোলের জয় নিয়ে ইংল্যান্ডে ফেরে অলরেডরা।
ফেইনুর্দকে তাদের মাটিতে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে ইন্টার মিলান। ইতালিয়ান জায়ান্টদের হয়ে ৩৮ মিনিটে মার্কাস থুরাম ও ৫০ মিনিটে গোল করেন লাউতারো মার্টিনেজ। এদিন সবচেয়ে বড় জয়টা অবশ্য পেয়েছে বায়ার্ন মিউনিখ।
বায়ার লেভারকুজেনের সঙ্গে ম্যাচটি যতটা হাড্ডাহাড্ডি হওয়ার কথা ছিল, মাঠে সেটি দেখা যায়নি। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হ্যারি কেইনের জোড়া গোল ও জামাল মুসিয়ালার লক্ষ্যভেদে ৩-০ গোলের জয়ে শেষ আট অনেকটাই নিশ্চিত বায়ার্নের।