সুপার ওভারে শূন্য রানের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার বৃষ্টি। সেটা যদি হয় সুপার ওভার তাহলে তো ম্যাচের পারদ উঠে যায় তুঙ্গে। ধুমধাড়াক্কা ব্যাটিং দেখতেই অপেক্ষা করেন সমর্থকেরা। কিন্তু গতকাল শুক্রবার (১৪ মার্চ) হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন, যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম।
ভাগ্য নির্ধারণী সুপার ওভারে কোনও রান করতে না পারায় ম্যাচটা হেরেছে বাহরাইন। সুপার ওভারে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ব্যাটিং টিমের এক ওভারের ইনিংস দুটি উইকেট পড়লেই সমাপ্ত বলে বিবেচিত হয়।
আগে ব্যাট করা হংকং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ৮ উইকেট হারিয়ে সমান রান করে বাহরাইনও। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে বাহরাইন কোনো রান না করতেই ২ উইকেটই হারিয়ে ফেলে। জবাবে ৩ বলে প্রয়োজনীয় রান করে তারা।
সুপার ওভারে মেডেন দেওয়া কৃতিত্ব আছে সুনীল নারাইনেরও; ২০১৪ সালের সিপিএলে গায়ানা অ্যামাজনের হয়ে। ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের নিকোলাস পুরান প্রথম ৪ বল ডট খেলার পর আউট হন পঞ্চম বলে। শেষ বল ডট খেলেন রস টেলর।
এই ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুপার ওভারে সর্বনিম্ন রানের রেকর্ড ছিলো আফগানিস্তানের। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে তারা সুপার ওভারে করেছিল স্রেফ এক রান।