দল থেকে ছিটকে পড়ায় হতাশ মেসি

ব্রাজিল-আর্জেন্টিনার আসন্ন লড়াই ছাপিয়ে বহুদিন পর দর্শকের আগ্রহ ছিল অন্য জায়গায়। লিওনেল মেসি ও নেইমারের দ্বৈরথ দেখা যাবে আবারও। কিন্তু, সুপার ক্ল্যাসিকো শুরুর আগেই ছিটকে পড়েন নেইমার। দর্শকের হতাশা বাড়িয়ে দেয় মেসির চোট। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে থাকছেন না মেসি-নেইমারের কেউই।
কনমেবল অঞ্চলের বাছাইপর্বে আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। এমন ম্যাচে মেসি থাকছেন না ঊরুর চোটে। ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে না পারায় হতাশ মেসি। তার মতে, ব্যাপারটি দুঃখজনক।
ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের সঙ্গে। লাতিন অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনা আছে সবার শীর্ষে। মেসিকে ছাড়া মাঠে নামাটা অবশ্য দলের জন্য ক্ষতিই। দল থেকে ছিটকে পড়ার পর ইনস্টাগ্রামে আজ মঙ্গলবার (১৮ মার্চ) স্টোরি শেয়ার করেন মেসি।
মেসি লেখেন, ‘আর্জেন্টিনার হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি খুবই বিশেষ ম্যাচ খেলতে না পারা হতাশাজনক। আমি সেখানে থাকতে চেয়েছিলাম সবসময়ের মতোই। কিন্তু, চোট আমাকে সরে আসতে বাধ্য করেছে। দল থেকে আমাকে ছিটকে দিয়েছে। তবে, আমি এখান থেকেই (যুক্তরাষ্ট্র) আমার দলকে উৎসাহ দেব এবং আর দশজন ভক্তের মতো দলকে সমর্থন দিয়ে যাব।’