দেশের বাইরে কবে যাবেন তামিম?

তামিম ইকবাল আগের চেয়ে ভালো আছেন, স্বস্তি দেয় এই খবর। তিনি এখন শঙ্কামুক্ত। মৃত্যুর দুয়ার থেকে ফিরে তুলনামূলক দ্রুতই সেরে উঠছেন। তবে, উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হতে পারে বিদেশে। বর্তমানে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি তামিম কবে যাবেন দেশের বাইরে, তা নিয়ে জিজ্ঞাসা অনেকের।
দেশসেরা ওপেনার তামিম কবে দেশের বাইরে যাবেন, তা নির্ভর করে পরিবারের সিদ্ধান্তের ওপর। চিকিৎসা অবশ্য যা হওয়ার, তা হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও তামিমের চাচা আকরাম খান। তার মতে, বিদেশে নেওয়া হবে যেন কোনো দুশ্চিন্তা না থাকে, সেজন্য।
মিরপুরে বুধবার (২৬ মার্চ) গণমাধ্যমকে আকরাম খান বলেন, ‘এভারকেয়ারে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। যেভাবে আছে, যদি আরও ২/৩ দিন থাকে, তাহলে আমরা তাকে বাসায় নিয়ে আসতে পারব। তার চিকিৎসা যা হওয়ার হচ্ছে। তবে, পরিবারের সিদ্ধান্তের পর আমরা যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে যাব। ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে চিন্তামুক্ত হতে চাচ্ছি আমরা।’
গত ২৪ মার্চ হার্ট অ্যাটাক করেন তামিম। সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসার পরদিন সন্ধ্যায় এভারকেয়ারে আনা হয় তাকে। প্রথমে অবশ্য বলা হয়েছিল, ঢাকায় যেতে তামিমের আরও কয়েকদিন লাগতে পারে। পরে অবস্থার উন্নতি হলে ডাক্তাররা ঢাকায় আসার ছাড়পত্র দেন বাংলাদেশ ক্রিকেটের এই কিংবদন্তিকে।