দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে

হতাশায় কেটেছিল বাংলাদেশের প্রথম দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ২০০ রানের কমে অলআউট হওয়ার লজ্জা নিয়ে শুরু করেছিল দ্বিতীয় দিন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সোমবার (২১ এপ্রিল) অবশ্য খুব ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। খুব বড় লিড নিতে দেয়নি জিম্বাবুয়েকে। ২৭৩ রানে প্রতিপক্ষকে প্রথম ইনিংসে অলআউট করে বাংলাদেশ।
৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রানে। আগামীকাল তৃতীয় দিন বাংলাদেশ মাঠে নামবে ২৫ রানের ঘাটতি মিটিয়ে এগিয়ে যেতে।
দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি আলো ছড়াতে পারেনি। ব্লেসিং মুজারাবানির বলে শিন উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান ইসলাম। তার ব্যাট থেকে আসে মোটে ৪ রান। ১৩ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ অবশ্য বাকিটা সময় নির্বিঘ্নে কাটিয়েছে। মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক মিলে গড়েছেন ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি। কাল সকালে জয় ২৮ ও মুমিনুল ১৫ রান নিয়ে নামবেন।
বিনা উইকেটে ৬৭ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। প্রথম সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙে দিনের শুরুতে। ১৮ রান করা বেন কারানকে মুমিনুল হকের ক্যাচে পরিণত করেন নাহিদ রানা। ৫৭ রান করে বিপজ্জনক হয়ে ওঠার আভাস দেওয়া আরেক ওপেনার ব্রায়ান বেনেটকেও গতির ঝড়ে পরাস্ত করেন নাহিদ। উইকেটের পেছনে তার ক্যাচ নেন জাকের আলী অনিক।
জিম্বাবুয়ের ব্যাটাররা ঘুরে দাঁড়ানোর আগেই আঘাত হানেন হাসান মাহমুদ। ওয়ানডাউনে নামা নিক ওয়েলচকে (২) বোল্ড করেন হাসান। ৮৮ রানে ৩ উইকেট হারানো জিম্বাবুয়ে এরপর চেষ্টা করেছে থিতু হওয়ার। চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন ও শিন উইলিয়ামস। এমন সময় আবারও দৃশ্যপটে হাজির নাহিদ। জাকেরের ক্যাচ বানিয়ে বিদায় করেন (৮) আরভিনকে।
ভরসার প্রদীপ হয়ে ছিলেন শিন উইলিয়ামস। মেহেদী হাসান মিরাজের স্পিনে মাহমুদুল হাসান জয়ের তালুবন্দি হওয়ার আগে অর্ধশতক পূর্ণ করেন উইলিয়ামস, আউট হন ৫৯ রানে। ততক্ষণে ২ রানে এগিয়ে জিম্বাবুয়ে। এর আগে ওয়েসলি মাদেভিরেকে ২৪ রানে বোল্ড করেন খালেদ আহমেদ। নায়াসো মায়াভো ৩৫ রানে লেগবিফোর হন মিরাজের বলে। বাকি উইকেটগুলো তাড়াতাড়িই তুলে নেন বাংলার বোলাররা। তাতে, খুব বড় লিড নিতে পারেনি জিম্বাবুয়ে।
বল হাতে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেন মিরাজ। তার স্পিন ঘূর্ণিতেই মূলত দিশেহারা হয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। ৫২ রানে ৫ উইকেট শিকার করেন মিরাজ। নাহিদ নেন ৩ উইকেট। একটি করে উইকেট পান হাসান ও খালেদ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৯১/১০
জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৮০.২ ওভারে ২৭৩/১০
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ১৩ ওভারে ৫৭/১* (সাতমান ৪, জয় ২৮*, মুমিনুল ১৫*; নায়ুচি ৫-২-১১-০, মুজারাবানি ৪-০-২১-১, এনগারাভা ৪-০-২০-০)