অর্থনীতি নিয়ে বাইডেনের পরিকল্পনা নকল করেছেন কমলা, অভিযোগ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী অভিযোগ করেছেন তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের দেশের অর্তনীতি নিয়ে নিজস্ব কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনাকে নকল করেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে শুরু হওয়া এই প্রেসিডেন্সিয়াল বিকর্তটি সরাসরি সম্প্রচার করছে দেশটির এবিসি টেলিভিশন। যার প্রতি দৃষ্টি রয়েছে দেশটির প্রায় এক কোটি সচেতন ভোটারের।
প্রেসিডেন্সিয়াল বিকর্তের একপর্যায়ে ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে লক্ষ্য করে বলেন, ‘তার কোনো পরিকল্পনা নেই। তিনি বাইডেনের পরিকল্পনাকে নকল করেছেন, যাতে রয়েছে কেবল চারটি শব্দ...আর এই চারটি শব্দ হলো... ওহ, উই উইল ট্রাই অ্যান্ড লোয়ার ট্যাক্সেস (আমরা চেষ্টা করব কর কমাতে)... তার কোনো পরিকল্পনাই নেই।’
বিতর্কের অংশ হিসেবে ইতোমধ্যে একে অন্যের দিকে সমালোচনার তীর ছুড়ছেন ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য বিতর্কের শুরুতেই সবাইকে অবাক করে দিয়ে মঞ্চে উঠেই একে অন্যের সঙ্গে হাত মেলান তারা।
আগামী ৫ নভেম্বর নির্বাচনের ভোটগ্রহণের দিনটি থেকে ৫৬ দিন আগে নিজেদেরকে জাহির করবার অন্যতম সুযোগ হিসেবে এখন পাদপ্রদীপের আলোয় রয়েছেন এই দুই প্রার্থী। বিভক্ত নির্বাচনি প্রতিযোগিতায় সমর্থনের পাল্লা কোন দিকে যায় এবং বিরল এই সুযোগকে কে বেশি কাজে লাগাতে পারেন, তারই অনন্য নজির হয়ে থাকছে দুই প্রেসিডেন্ট প্রার্থীর এই সরাসরি বিতর্কটি।