ত্রিবিন্দু
১.
রাজবাড়িতে ঘুমিয়েছে সুখ
তবুও, এ গল্পকথা নয়।
সোহাগজলে ভাসিয়ে রাজকুমারী,
বিষাদপুরীর রুদ্ধ প্রহরী।
২.
অথচ
নিঃশুল্ক প্রেম জমা হচ্ছিল
পাহাড়িয়া বুকে।
যেন অযুত কোটি দিন পেরিয়ে
এমন বসন্তে
খরচ হবে বলে।
৩.
বেগুনি ক্ষোভ ছড়িয়ে দেব
পিচ-মোরামের গলির বাঁকে বাঁকে।
জড়তা বলে এখানে কিছু নেই;
পথের দাবি পথেই পড়ে থাকে।