নাফিজ আশরাফের কবিতা
শিরোনামহীন
১.
আমি বাতাসে দুলছি
এমনটা ভেবো না
তোমাদের খেয়াল খুশি যত
হাপিত্তেস করো, মিথ্যে রটাও
২.
তোমরা মানো আর না মানো
কষ্টি পাথর ধ্রুব সত্য, অলংকার
ফিরিয়ে নিলেও ভালোবাসার হৃদয়
কখনো নামবে না পঁচন সংক্রামণে
৩.
যাকে তাকে বেলে পাথর ভেবো না
নিজের দিকে তাকাও, ভালো করে
শুদ্ধ করো মন্ত্রের পাঠ, বেহাগ সুরে
বিলাপ করে সামান্যই সুখ সয়তো।
৪.
কাকে অঞ্জলি দাও
মনে করে দেখো
দেবতা নয় সে
নরঘাতক এক
৫.
তরতর বেড়ে উঠা ঘাঁস একদিন
হঠাৎ আরশোলার ঘাঁয়ে…
৬.
কতবার ডেকেছ
সারা দেয়নি মন
পাষাণ হৃদয় এক
গহীন গহ্বরে
৭.
কুঞ্জ লতায় জড়ানো সুখ
তাও হতে পারে ঠগ
নেকড়ের মতো ধূর্ত চোখ
ও বড় কঠিন শিকারি।
জীবন
এ জীবন বড় স্বার্থপর
একা আসে একা যায়
মাঝের সময়গুলোয়
সংসারে মায়া জড়ায়!
ওর নাম রতন, বড় উচ্ছ্বল
কী যেন কথা ছিল ওর
বলিবলি করেও বলা হয়নি
অকাল মৃত্যুকেই করলে জয়!
স্পর্শ
রুগ্ন ভালোবাসার বর্ণমালা
নিমের পাতার মতো শুঁকিয়ে
নির্মল বাতাসের ঢেউ, হঠাৎ
তোমার হৃদয় স্পর্শ করে
একদিন আকাশের দুর্বল তাঁরায়
চোখ রেখে বলেছিলে,যাবো
তারপর আর যাওয়া হয়নি
তোমার চোখে লোনা ধরেছে
চোখের পাতায় খয়েরি রং
গোপন অভিসারে ব্যাকুল মন
কড়া নেড়ে বারবার ফিরে
হায় ভাগ্যবিধাতা তোমার!