ফেডেরিকো গারসিয়া লোরকার কবিতা
স্পেনের কবি ফেডেরিকো গার্সিয়া লোরকা শুধু কবিতা নয়, লিখেছেন নাটক, পরিচালনা করেছেন মঞ্চনাটক। স্পেনের ফুয়েন্তে ভ্যাকুয়েরসে জন্মগ্রহণ করেন ১৮৯৮ সালের ৫ জুন। আর মৃত্যুবরণ করেন স্পেনেই, ১৯৩৬ সালের ১৯ আগস্ট। বিশ্বকবিতার এই উজ্জ্বল নক্ষত্রের দুটি কবিতার অনুবাদ দেওয়া হলো এখানে। কবিতা দুটির ইংরেজি নাম Ditty of first desire ও The Guitar।
প্রথম বাসনার সরলতা
সবুজ সকালে
আমি একটা হৃৎপিণ্ড হতে চেয়েছিলাম
একটা হৃৎপিণ্ড।
আর রাঙা গোধূলিতে
আমি হতে চেয়েছিলাম একটা পাপিয়া পাখি
একটা পাপিয়া পাখি।
(আত্মা,
হয়ে আসবে রক্তবর্ণের।
আত্মা,
হয়ে আসবে প্রেমবর্ণের।)
প্রগাঢ় সকালে
আমি হতে চেয়েছিলাম শুধু আমি
একটা হৃৎপিণ্ড।
গোধূলির শেষে
আমি হতে চেয়েছিলাম আমার কণ্ঠস্বর
একটা পাপিয়া পাখি।
(আত্মা,
হয়ে আসবে রক্তবর্ণের।
আত্মা,
হয়ে আসবে প্রেমবর্ণের।)
গিটার
গিটারের বিলাপ শুরু হয়ে গেছে।
যেন সকালের ওয়াইন কাপ ভাঙছে।
গিটারের আর্তনাদ শুরু হয়ে গেছে।
বেহুদা এটাকে নির্বাক করা।
অসম্ভব এটাকে কণ্ঠরোধ করা।
এটা কাঁদে একঘেয়ে সুরে
যেভাবে পানি কাঁদে
যেভাবে বাতাস কাঁদে
বিস্তীর্ণ বরফের ওপর দিয়ে।
অসম্ভব একে নির্বাক করা।
গিটার কাঁদে সুদূর কোনো কিছুর মায়ায়।
সাদা ক্যামেলিয়া ফুলের লিপ্সায় রত
তপ্ত দখিনা বালুর জন্য।
কাঁদে নিশানাবিহীন তীরের জন্য
সকালবিহীন সন্ধ্যার জন্য
আর গাছের ডালে পড়ে থাকা
প্রথম মৃত পাখির জন্য।
আহ! গিটার!
হৃদয় মর্মান্তিক আহত
পাঁচ তরবারির আঘাতে।