কবিতা
শোক যেন স্মৃতিময় প্রাণ
মৃত্যুর ছায়ার নিচে দীর্ঘ হচ্ছে রে জীবন
পথের রেখাও যাচ্ছে মুছে শীতল আগুনে
আহা অগ্নি কত কাণ্ড হলে কোন ভুবনের
হাসতে হাসতে তব প্রাণ যাও দৈব ঘরে
সব মেঘ ঘরে ফেরে অথচ ফেরে না প্রাণ
শব্দহীন মানুষের ভাষা কে বুঝিতে পারে
যে অশ্রু তীরের বেগে চিবুক ভিজিয়ে রাখে
তারও কিছু কথা থাকে হিমালয়ের চূড়ায়
শান্ত হাত নৈশব্দ পা সাদা চোখ দুটো কার
তার দীর্ঘ দীর্ঘশ্বাস কে বয়ে নিয়েছে হায়
অসীম নীরব থেকে উড্ডীন আকাশে তার
শোকাবহ ছায়া নিয়ে কভু ফিরবে না আর
আধুনিক মানুষের শোক মাত্র একদিন, তবে
যে ছায়া বিছায় ঘরে তার আয়ু বহু বহুদিন!