গৌতম ঘোষ দস্তিদারের কবিতা
বিবাহবিচ্ছেদ
আমার তো চিরকাল অনুস্বর নিয়ে টেনশন, টেনশন বিসর্গ নিয়ে
জঙ্গল নিয়ে টেনশন, পাহাড় নিয়ে টেনশন, টেনশন সমুদ্র নিয়েও
তোমাকে নিয়ে এতকাল কী-যে টেনশন গেছে আমার, তা বলার নয়
আজকাল গত জন্মের নৌকাটি নিয়েও আমার খুব টেনশন হয়
নৌকাটির গায়ে এত দিনে কতটা লতাগুল্ম জমে উঠেছে
তার গায়ে জমে উঠেছে কি না বল্মীকস্তূপ কিংবা তা খোলের ভিতরে
লুটেরারা লুকিয়ে রেখে গেছে কি না মণিমুক্তোমেশা অনেকটা অন্ধকার
অথবা কোনো খুনি মধ্যরাতে ফেলে রেখে গেছে কি না রক্তঅস্ত্র
সে-সব ভেবে আমার এখন চাপা-টেনশন হতেই থাকে নিত্যদিন
কিন্তু নৌকার মাস্তুলে তোমার লাল-ওড়নার গায়ে অবিচল বাতাস নিয়ে
এখন আমার আর বিন্দুমাত্র টেনশন নেই, তুমি বেশ জানো!