খারাপ কবিতা
১.
শাশ্বত চাঁদের মতো
সাদা প্রেম।
তার ঘোলাটে চশমার বাইরে
হাটখোলা হয়ে
পড়ে আছে।
আমি দেখছি...।
মালিকানাহীন
সাদা প্রেম।
২.
রক্তহীন গাল, সাদা চিবুক
ডুবিয়েছি তোমার ওমে।
লজ্জা পাওয়া?
সে তো গল্পকথা!
তবু,
লজ্জায় রং চেয়েছি ধার।
শুনেছি,
প্রেমের রংও নাকি গোলাপি!