কবিতা
ছিন্ন-ভাবনাবলি
১.
চিঠির রঙে যতই মেলাও সুর
এ চোখ চায় বৃষ্টি কাতরতা,
নিয়ে যাবে কি দূর সে অচিনপুর?
ফেলে চলে যাব কিশোরী-মাদকতা।
২.
স্পর্শ যখন আদিমতায় নীল
তখন লিখবে কি গদ্য-ভালোবাসা?
লিখতে লিখতে অন্ধ রাতচর
প্রেম সে নাকি অভিমানের আঁতুড়ঘর?
৩.
পৃথিবী আর তোর মাঝের
সাঁকোটা পেরোতে গিয়ে-
থেমেছি বহুবার।
সারি সারি দরজার বাইরে
ফেলে এসেছি
শব্দহীন সব সর্বনাম।