অশীতিপর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/28/sherpur-death-pic.jpg)
শেরপুরে অশীতিপর স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে।
তাঁরা হচ্ছেন বলাইর চর ইউনিয়নের চকসাহাব্দীর ফকিরগঞ্জ বাজারের বাসিন্দা স্বামী শামসুল হক (৮২) ও স্ত্রী ছায়রা বেগম (৮০)। নিজ ঘরে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়। এ ব্যাপারে স্থানীয়রা জানিয়েছে, রাতে স্বাভাবিক ভাবেই স্বামী-স্ত্রী দুজনে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না উঠায় স্বজনদের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা ঘরের টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখে শামসুল হক মেঝেতে পড়ে আছেন আর তাঁর স্ত্রী পড়ে রয়েছেন বিছানায়।
পরে স্বজনরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করে মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি গণমাধ্যমকর্মীদের জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিষের বোতল উদ্ধার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মৃতদের স্বজনদের উদ্ধৃত করে জানান, স্বামী-স্ত্রীর মধ্যে একটু ঝামেলা ছিল। এমনকি নিহতের ছেলেও জানিয়েছেন তার বাবা মানসিকভাবে একটু অসুস্থ ছিলেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে পুরো বিষয়টি ভালোভাবে বোঝা সম্ভব হবে।