আবৃত্তি উৎসবে ভৈরবে শিশুদের মিলনমেলা
কিশোরগঞ্জের ভৈরবে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘শিশু আবৃত্তি উৎসব’। উৎসবে বসেছিল শিশুদের মেলা। মাধ্যমিক স্তর পর্যন্ত ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করা ৬৪ ক্ষুদে আবৃত্তিকার এতে অংশ নেয়। পাঠ করে দেশবরেণ্য কবি ও ছড়াকারের কবিতা-ছড়া।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া উৎসব চলে সন্ধ্যা পর্যন্ত। উদ্বোধন করেন শিশু সংগঠক অধ্যক্ষ শরীফ। আবৃত্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মতিউর রহমান সাগরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মোস্তাফিজ আমিন। আরও বক্তব্য রাখেন- জলি বদন তৈয়বা, সুমন মোল্লা, আলাল উদ্দিন, মানিক চৌধুরী, ফারহানা বেগম লিপি, লুবনা হক, সাইদুর রহমান সাঈফ, আব্দুর রশিদ প্রমুখ।
উৎসব সঞ্চালনায় ছিলেন ভৈরব উদয়ন স্কুলের শিক্ষক ফারজানা ফ্লোরিন ও সাদিয়া আফরিন।
আলোচনা পর্বের শেষে উৎসবের পৃষ্ঠপোষক ডা. মিজানুর রহমান কবিরকে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও আয়োজক কমিটির সদস্যরা। পরে সব অংশগ্রহণকারীকে উপহার হিসাবে ছড়া ও কবিতার বই দেওয়া হয়।