আলমডাঙ্গায় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইলবগাদী গ্রামে বজ্রপাতে খাইরুল ইসলাম নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় হামিদুল নামের একজন আহত হয়েছেন।
নিহত খাইরুল ইসলাম (৪৮) উপজেলার ভোগাইলবগাদী গ্রামের শুকুর আলীর ছেলে। আহত হামিদুল (৪০) একই গ্রামের বাসিন্দা।
আহত হামিদুল জানান, তিনি এবং খাইরুল দুজনই গ্রামের আহাদ আলীর ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে খাইরুলের মৃত্যু হয়। আহত হন হামিদুল।
স্থানীয়রা বিষয়টি জানতে পেরে আহত হামিদুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে হামিদুল বাড়ি গেছেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।