এক ডজন মাদক মামলার আসামি গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে এক ডজন মাদক মামলার আসামি মো. এলাহী বক্সকে (৪০) গ্রেপ্তার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাগানপাড়া এলাকা থেকে উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ কুমার তাকে গ্রেপ্তার করেন।
বদরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া এলাহি বক্সে একজন মাদক ব্যবসায়ী। তার নামে বদরগঞ্জ, জয়পুরহাট সদর, পাঁচবিবিসহ বিভিন্ন থানায় ডজন খানেক মাদকের মামলা রয়েছে। এসব মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মাদকসম্রাট হিসেবে পরিচিত এলাহী বক্স পুলিশের হাতে গ্রেপ্তার হলেও তার অন্যতম সহযোগী কুতুবপুর ইউপি নাগেরহাট বন্দর এলাকার মনজুরুল ইসলামকে (২৪) ধরতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানায়, এলাহী বক্সের মাদক ব্যবসা বর্তমান নিয়ন্ত্রণ করছে তার সহযোগী মনজুরুল ইসলাম। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী তার সহযোগী মনজুরুলকে আইনের আওতায় অনার দাবি জানান।
বাগানপাড়া ও নাগেরহাট এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মনজুরুল হক শুধু মাদক বিক্রির সঙ্গেই জড়িত নন, নাগেরহাট গুচ্ছগ্রামসহ বিভিন্ন বাড়ি ও আমবাগানে নিয়মিত জুয়ার আড্ডা পরিচালনা করে আসছেন। জুয়ার আসরে চলে মাদক বিক্রি ও সেবন। এসব আইনবিরোধী কাজের সঙ্গে তার সম্পৃক্ততা থাকলেও বরাবরই তিনি রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক চৌধুরী বলেন, উপযুক্ত তথ্য প্রমাণের অভাবেই আমি ব্যবস্থা নিতে পারছি না। তিনি মাদক বিক্রি করেন এ রকম অভিযোগ আমার কাছেও আছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মাদক ব্যবসায়ী এলাহিকে গ্রেপ্তারের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, উপজেলা মাদক নির্মূলে করতে পুলিশ কাজ করে যাচ্ছে। মাদকের সঙ্গে আমার কোনো আপস নেই। মাদক মামলায় আদালত তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আমরা তা তামিল করেছি।